নারায়ণগঞ্জ বার্তা ২৪ (আদালত পাড়া সংবাদ দাতা) : নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে (২৬) অস্ত্র মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ৷ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টায় তিন দিনের রিমান্ড আবেদন করে তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ৷ পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন৷
এরআগে রবিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে একটি ম্যাগজিন পিস্তল ও দুইটি তাজা গুলিসহ তাকে গ্রেফতার করে র্যাব৷ এ ঘটনায় র্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেছে৷
এদিকে গ্রেফতারের পর সোমবার র্যাব-১১ এর আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার সাইফুল আলম বলেছেন, বেগমগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাসী, হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত দেলোয়ার বাহিনী৷ এ বাহিনীর প্রধান দেলোয়ারের বিরুদ্ধে দুইটি হত্যা মামলাও রয়েছে৷
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বর্বরোচিত এই নির্যাতনের ঘটনা ঘটে। ৪ অক্টোবর ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে৷ ঘটনার ৩২ দিন পর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্ণোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা হয়। দুই মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। ইতমধ্যে মামলার প্রধান আসামি নূর হোসেন ওরফে বাদল এবং ঘটনার মূলহোতা দেলোয়ার হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।