নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে এ বছর বাংলাদেশ থেকে ১,০১,৮২৯ জন হজ্বযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। যার মধ্যে সরকারী হজ্বযাত্রী ৫১৮৩ জন, এবং বাকি ৯৫৬১৪ জন হজ্বযাত্রী বেসরকারী ব্যবস্থপনায় অর্থাৎ হ্জ্ব এজেন্সীর মাধ্যমে হজ্ব পালন করতে যান। বাংলাদেশে মোট ১০২৩টি হজ্ব এজেন্সী থাকা সত্বেও এবছর মোট ৪৮৩টি হজ্ব এজেন্সী ২০১৬ সালের হজ্ব ব্যবস্থাপনায় অংশ গ্রহন করার সুযোগ পায়। বাকি হজ্ব এজেন্সী গুলো তাদের কারিগরি অদক্ষতার কারণে একক ভাবে হজ্ব কার্যক্রমে অংশ নিতে পারেন নি।
তথ্যমতে, নারায়নগঞ্জে ছোট- বড় অফিস মিলে ১০-১১ টি হজ্ব এজেন্সী ব্যবসায় পরিচালনা করে থাকে। যার মধ্যে করতোয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল সার্বিক ভাবে ২০১৬ সালের হজ্ব ব্যবস্থাপনায় নারায়নগঞ্জের মধ্যে সেরা স্থানটি দখল করে নিয়েছে। ২০১৬ সালের হজ্ব ব্যবস্থাপনার নীতিমালা অনুযায়ী প্রতিটি এজেন্সীর ১৫০ কোটা পূরন করার বাধ্যবাধকতা থাকার কারনে নারায়নগঞ্জের একমাত্র নন-লিড এজেন্সী করতোয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল ছাড়া কেউ একক ভাবে হজ্বে অংশ নিতে পারেনি। যারা এবছর ১৫০ কোটা পূরন করতে পারেনি তাদের সরকারী সিদ্ধান্ত অনুযায়ী লিড এজেন্সীর মাধ্যমে অর্থাৎ অন্য এজেন্সীর সাথে সমন্বয়ের মাধ্যমে হজ্বে যেতে হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানাগেছে, যারা লিড এজেন্সীর মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে হজ্বযাত্রীদের নিয়ে হজ্ব পালন করতে গিয়েছেন তাদের বিভিন্ন সমস্যার মধ্যে হজ্ব পালন করতে হচ্ছে। লিড এজেন্সীর যিনি মোনাজ্জেম হয়ে বাড়ি ভাড়া করতে গিয়েছেন তাদের সাথে সমন্বয়কৃত এজেন্সীর কথা অনুযায়ী বাড়ি ভাড়া না করায় লিড এজেন্সীর সাথে সমন্বয়কৃত এজেন্সীর বিভিন্ন ভাবে মারামারি, হানাহানির সৃষ্টি হচ্ছে। এতে করে হজ্ব যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি বিরাজ করছে বলে জানা গেছে।
হজ্বযাত্রীদের মধ্যে একজনের সাথে ফোন আলাপে জানা গেছে, যেসকল হজ্ব এজেন্সী এবছর লিড এজেন্সীর সাথে সমন্বয়কৃত ভাবে হজ্বে এসেছে তাদের বাসা- বাড়ি অনেক দূরে ও পাহাড়ের উপরে ভাড়া করে হজ্বযাত্রীদের রাখা হয়েছে। এছাড়াও যারা লিড এজেন্সী, তাদের ক্ষমতাবলে সমন্বয়কৃত এজেন্সীকে সময় মত মদিনার বাড়ি ভাড়া না দেয়ায় চরমভোগান্তির শিকার হজ্বযাত্রীরা। বাসস্থান, খাবার, যাতায়াত, মিনার তাবু সর্বপরি সকল কিছু লিড এজেন্সীর ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ার কারণে সমন্বয়কৃত এজেন্সী ও তাদের হজ্বযাত্রীদের চরমভোগান্তীর কথা জানা গেছে। হজ্বযাত্রী ও সমন্বয়কৃত এজেন্সীর এসকল ভোগান্তির কারণে সৌদি হজ্ব মিশনে তাদের বিরুদ্ধে বার বার অভিযোগের কথা ও জানা গেছে। তাই সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে লিড এজেন্সী/ সমন্বিত ভাবে হজ্বে যায় এসকল এজেন্সী থেকে হজ্বে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নারায়নগঞ্জে অবস্থিত এসকল হজ্ব এজেন্সীর তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমে জানা গেছে, ২০১৬ সালের হজ্ব ব্যবস্থাপনায় নন লিড এজেন্সী করতোয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল সুষ্ঠভাবে সকল কার্যক্রম সম্পূর্ন করতে সক্ষম হয়েছে।