নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নগর প্রতিনিধি) : অনেক বছর পর নারায়নগঞ্জের মুখ উজ্জল করেছেন দুই প্রতিনিধি।একজন চেয়ারটির মূল্যায়নে মূল্যায়িত, অন্যজন রাজনৈতিক হিসেবে দলের কাছে মূল্যায়িত। সম্প্রতি নারায়নগঞ্জের রাজনীতিতে বৈরী আবহাওয়ার মাঝের চমক সৃষ্টি করেছেন এ দুই জন প্রতিনিধি।একজন নাসিক মেয়র ডাঃসেলিনা হায়াত আইভী,অন্যজন সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেন খোকা।প্রয়াত এমপি নাসিম ওসমান ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। নাসিম ওসমানের পর লিয়াকত হোসেন খোকা কে প্রথমে এমপি মনোনয়নের পর জাপার সিনিয়র যুগ্ন মহাসচিব নির্বাচিত করে আগামীতে জাতীয় রাজনীতি অবদান রাখার পথ সুগম করেছে জাপা চেয়ারম্যান এইচ.এম এরশাদ।অন্যদিকে ঢাকার দুই সিটি মেয়রের আসনটি কে প্রতিমন্ত্রী এবং নাসিকের আসনটিকে উপ-মন্ত্রীর মর্যাদা দিয়ে মেয়র আইভীকে মেয়াদের শেষ সময় হলেও মূল্যায়ন করেছেন প্রধানমনস্ত্রী শেখ হাসিনা। এখন থেকে যিনিই নাসিক মেয়র নির্বাচিত হয়ে গদিতে বসবেন তিনিই উপ-মন্ত্রীর মর্যাদা পাবেন। কিন্তুু এমপি পদবীটি না থাকলেও জাতীয় রাজনৈতিক নেতা হিসেবে লিয়াকত হোসেন খোকার অগ্রযাত্রা বহাল থাকবে।
১৯৮৪ সালে প্রয়াত এমপি নাসিম ওসমানে হাত ধরে জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে আজ তিনি জাপা’র এমপি।১৯৮৮ থেকে ১৯৯১ পর্যন্ত পর্যায়ক্রমে যুব সংহতির শহর কমিটির সাংগঠনিক সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।১৯৯৮ সালে জেলা জাপার সম্পাদকের দায়িত্ব পান।২০০৪ সালে কেন্দ্রিয় যুব সংহতির সভাপতি নির্বাচিত হন।২০০৬ সালে কেন্দ্রিয় জাপার যুগ্ন মহাসচিবের দায়িত্ব পদে অধিষ্ঠ হন তিনি।২০১৪ সালে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতির দায়িত্ব দেয়া হয় তাকে।এরপরই কপালে তিলক লাগে তার। নারায়নগঞ্জ-৩ সোনারগাঁ থেকে বিনা প্রতিদ্ধন্ধীতায় এমপি নির্বাচিত হন নারায়নগঞ্জের সুপরিচিত মুখ লিয়াকত হোসেন খোকা।জাপা নেতাকর্মীদের নিকট তিনি ব্যাপক ভাবে জনপ্রিয়। জাতীয় পার্টির দুঃসময়ে লিয়াকত হোসেন খোকা নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রেখেছেন।যার কারনে জাপা চেয়ারম্যান এইচ.এম. এরশাদ ও রওশন এরশাদের নেক নজরে রয়েছেন তিনি। এমপি খোকা জাপার সিনিয়র যুগ্ন মহাসচিব নির্বাচিত হওয়ায় নারায়নগঞ্জবাসী এবং জাপা নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।প্রতিদিনই ফুলের ভালবাসায় সিক্ত হচ্ছেন এমপি খোকা।আনন্দের কমতি নেই সোনারগাঁবাসীর মাঝেও।কারন এমপি হয়ে স্বপ্ল সময়ে সোনারগাঁয়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখে এলাকার সর্বস্তরের জনগনের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছেন তিনি।এমপি খোকা জাপা’র নীতি নির্ধারকসহ নারায়নগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শত বাধা বিপত্তির পরও এগিয়ে যাচ্ছেন মেয়র আইভী।নগরের বড় একটি শক্তির বিপরীতি কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে থাকে।প্রথমে কোন্দল বিহীন আওয়ামীলীগের সমর্থণ পেয়ে সহজেই পৌরসভার মেয়র নির্বাচিত হন তিনি।২০১১ তে কঠিন চ্যালেঞ্জ কে মোকাবেলা করে প্রথমবারের মতো নাসিকের নারী মেয়র নির্বাচিত হন।বর্তমানে তার চেয়ারটিকে উপ-মন্ত্রীর মর্যাদায় ভূষিত করা হয়েছে।যার কারনে তিনি রয়েছেন খোশমেজাজে।আইভী অনুসারীরাও প্রতিদিন তাকে ফুলের ভালবাসায় সিক্ত করছেন।মেয়র আইভী উপ-মন্ত্রীর মর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নগরবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য,জাতীয় রাজনীতিতে খান সাহেব ওসমান আলী, সামসুজ্জোহা ও আলী আহম্মদ চুনকার পর বিএনপি’র আঃ মতিন চৌধুরী অবদান রেখেছেন।এরপর প্রয়াত এমপি নাসিম ওসমান জাপার প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন।দীর্ঘ পথ অতিক্রম করে একজন জাতীয় রাজনৈতিক হিসেবে এবং অন্যজন উপ-মন্ত্রীর পদ মর্যাদা পেয়ে নারায়নগঞ্জবাসীর মুখ উজ্জল করেছেন বলে মনে করে জেলাবাসী।নগরবাসী মনে করেন.এটি রাজনীতিতে নতুন সমীকরণের ইংগিত।