নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের জালে বিপুল পরিমান বিদেশী মদ সহ মিরাজ (২৮) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। ২০ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২ টায় সদর উপজেলার ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় শ্যামলী কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার বিকাল ৩ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, গোয়েন্দা শাখার পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে এসআই ফিরোজ,এসআই প্রকাশ চন্দ্র সরকার, এ এস আই মো. বকুল মিয়াসহ সঙ্গীয় ফোর্সগন গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার শিবু মার্কেটে শ্যামলী কাউন্টারের সামনে থাকা একটি সিলভার রংয়ের প্রাইভেটকার রে:জি নং : (ঢাকা মেট্রো-গ-১২-৪২৩৩) গাড়ির ভেতরে বিভিন্ন ব্যান্ডের সর্বমোট ৪৫ কার্টুন বিদেশী মদ। একটি কার্টুনে ৬ বোতল করে মোট ২৭০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ৮০ হাজার টাকা।
এ ব্যাপারে গোয়েন্দা শাখার পরিদর্শক এনামুল হক বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। এ মরন নেশা মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার। মাদক গ্রহনের ফলে পরিবার ধংস হচ্ছে তাই এ বিষয়ে ছাড় দেওয়া হবে না।
এ সময় মিরাজ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মিরাজ নোয়াখালী জেলার লক্ষীপুর থানার কালিকাপুর এলাকার মৃত. আবুল খায়েরের পুত্র। বর্তমানে সে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন শনির আখড়া এলাকায় থাকতেন।