নারায়ণগঞ্জ-৫ আসনে ব্যারিস্টার নওফেল !

নারায়ণগঞ্জ বার্তঅ ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সিটি মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নওফেল ভাই সিটি কর্পোরেশনে নির্বাচনে আমার জন্য ১৯ নং ওয়ার্ড থেকে ২৭ নং ওয়ার্ড পর্যন্ত চষে বেরিয়েছেন। বন্দরে তার একটি বিশাল পরিচিতি রয়েছে। তাই তাকে চট্রগ্রাম থেকে নয় নারায়ণগঞ্জ-৫ আসনের সদর ও বন্দর থেকে নির্বাচন করলে বিশাল ভোটে তিনি নির্বাচিত হবে বলে আমি বিশ্বাস করি।

গতকাল বিকেলে বন্দরের ধামগড় এলাকায় আওয়ামী লীগের সদস্য নবায়ণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি উল্লেখিত কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সহ সভাপতি আব্দুল কাদির, আরজু ভূইয়া, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল।

তিনি আরও বলেন, সাধারন মানুষের ভালোবাসা এবং তাদের সর্মথন পেতে হলেও ভোটারদের সাথে মিশতে হবে। এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। সন্ত্রাসী ও গুন্ডামী করে ভোট পাওয়া যায় না। যারা জনগনের সাথে মিশতে পারবে নেত্রী তাকে মনোয়ন দিবেন।  আমরা এক নেতা আরেক নেতার সাথে বিরোধ না করে নেত্রীর কাছে নৌকার কথা বলব।

প্রসঙ্গত নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে বর্তমান জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন একেএম সেলিম ওসমান। এরআগে এ আসনটিতে চারবার নির্বাচিত জাতীয় পার্টির এমপি ছিলেন তাঁরই বড় ভাই প্রয়াত বীরমুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান। তিনি মৃত্যুবরণ করলে এ আসনে সেলিম ওসমান উপনির্বাচনের মাধ্যমে এমপি নির্বাচিত হন। তবে আগামী নির্বাচনে এ আসনে জাপাকে কোন ছাড় দেয়া হবেনা এমন মন্তব্য করে আসছেন আওয়ামীলীগ নেতাকর্মীরা। এরই ধারাবাহাকিতায় যেকোন মূল্যে এ আসনটিতে নৌকার দাবী জানিয়ে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে প্রার্থী হওয়ার জন্য  মন্তব্য করে নৌকার জনপ্রিয়তা বুঝানো হয়েছে।

বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে এই সদস্য সংগ্রহ কার্যক্রমে আরও উপস্থিত রয়েছেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ধামগড় ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদ, চেয়ারম্যান আব্দুস সালাম প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত