নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকা পেতে চতুর্মূখী লড়াই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নৌকার প্রার্থী হয়ে ভোটের যুদ্ধে আবির্র্ভূত হবেন কে? সে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলমান রয়েছে। অন্যদিকে নৌকার প্রার্থী স্থির করণে বিভিন্ন সংস্থা কর্তৃক সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে তথ্যের যাচাই-বাছাই ও বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকটি গ্রুপ কর্তৃক সক্রিয়ভাবে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে যারা নৌকার প্রার্থীদের বিরোধীতা করেছেন, যারা দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে বহিস্কার হয়েছেন এবং যুদ্ধাপরাধের সাথে কোনরূপ সম্পৃক্তদের মনোনয়ন দেয়া হবেনা মর্মে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন।

মনোনয়ন পেতে তৃণমূলের সাথে সখ্যতা বৃদ্ধির পাশাপাশি অনেকে আবার দলের হাইকমান্ডের সাথেও যোগাযোগ রক্ষা করার দিকে মনোযোগ দিচ্ছেন। নারায়ণগঞ্জ-৩ আসনটিতে এবার যে কোনভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে প্রতিদ্বন্দি রূপে দেখতে এবং জয়ী হবার বিষয়ে ইতোমধ্যে উপজেলার সর্বত্র সিনিয়র নেতারা বিভিন্ন সভা-সমাবেশে জোড়ালো দাবী তুলে যাচ্ছেন। এদিকে অত্র আসনে নৌকা প্রতীক পাবার মিছিলে ইতোমধ্যে বেশ কয়েকজন প্রার্থীর নাম উঠে এসেছে, তারা হলেন আওয়ামী লীগ নেতা ও অত্র আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, অত্র উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান কালাম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা, পূজিবাজার বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ আনোয়ারুল কবির ভূঁইয়া এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু।

শেষ বেলায় কে নৌকার মনোনয়ন পাবেন এবং এতে করে নৌকার অপর প্রার্থীরা নৌকাকে সমর্থন করবে, নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবে সেটাও দেখতে মুখিয়ে আছেন অত্র উপজেলার জনসাধারণ। বিশ্বস্ত সূত্র মতে, সোনারগাঁয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশিদের প্রকাশ্যে বিরোধ, একে অপরের সমালোচনায় মুখর থাকা, দলের বিভিন্ন অনুষ্ঠানগুলো সমন্বিতভাবে পালন না করা, এমনকি জাতীয় পার্টির মনোনীত এমপির সাথে সখ্যতার কারণে একটি পক্ষকে নিয়মিত আওয়ামী লীগের মধ্যে ভাঙ্গন ধরানোর জন্য দায়ী করে অপর পক্ষ কর্তৃক বক্তব্য দেয়া সহ নানাবিধ কারণে তৃণমূলের নেতা-কর্মীরাই দ্বিধাদ্বন্দের মধ্যে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীরাও বিভিন্ন ব্লকে বিভক্ত হয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

উপজেলার উত্তরের অবস্থানরত জামপুর, নোয়াগাঁও ও সাদিপুরের বিভিন্ন নেতা-কর্মীদের অভিমত, এবার যোগ্যতা ও জনপ্রিয়তার নিরিখে দলের মনোনয়ন বোর্ড নৌকার প্রার্থী স্থির করলে নৌকার প্রার্থীর পক্ষে জয় ছিনিয়ে আনা সম্ভব, নতুবা বিরোধী দলের শক্তিশালী প্রার্থী থাকায় ও দলের মধ্যে কোন্দল থাকায় নৌকার ভরাডুবি ঘটার আশংকাও উড়িয়ে দেয়া যায়না। তাদের অভিমত, ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে কয়েক মাস পূর্ব থেকে যেভাবে সাবেক জেলা ছাত্রলীগ নেতা, পূজিবাজার বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ আনোয়ারুল কবির ভূঁইয়াকে নিয়ে লেখালেখি চলছে, এতে করে সোনারগাঁও তথা সমগ্র নারায়ণগঞ্জ এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের কল্যাণে সমগ্র বিশ্ব জানতে সক্ষম হয়েছে সোনারগাঁয়ে নৌকার প্রার্থী হিসেবে তিনি যথেষ্ট যোগ্যতা রাখেন।

add-content

আরও খবর

পঠিত