নারায়ণগঞ্জ-৩ আসনে কে হচ্ছেন জোটের পার্থী সোহেল না মান্নান!

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জোটের দুই হেভিওয়েট প্রার্থী। একদিকে বাংলাদেশ কল্যান পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা। অন্যদিকে বিএনপি মনোনিত হিসেবে রয়েছেন আজহারুল ইসলাম মান্নান।  ইতোমধ্যেই তাদের মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে।  তবে জনমনে প্রশ্ন উঠেছে হেভিওয়েট প্রার্থীদ্বয়ের মধ্যে কে হচ্ছেন জোটের পার্থী! কে পাচ্ছেন জোটের সর্মথন? একাদশ নির্বাচনে জোটের প্রার্থী হয়ে কে লড়বেন এই আসনে সতন্ত্র ও জাতীয় পার্টির হেভিওয়েট প্রতিদ্বি›িদ্ধ প্রার্থীদ্বয়ের সাথে।

জানা গেছে, উল্লেখিত আসনে আজহারুল মান্নান ও খন্দকার আবু জাফর বিএনপির দলীয় প্রত্যয়নপত্র পেয়েছিলেন। তবে আজহারুল মান্নানের মনোনয়ন চূড়ান্ত  হলেও বিকল্প প্রার্থী হিসেবে খন্দকার আবু জাফরকে দল থেকে চিঠি দেওয়া হয়েছিলো। আর দলের এমন সবুজ সংকেত পেয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেছেন আজহারুল ইসলাম মান্নান। তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক। স্বশিক্ষায় শিক্ষিত হওয়া সহ নানা কার্যকলাপে সমালোচনা থাকায় মান্নান দলীয় সর্মথন পেলেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে আসন্ন নির্বাচন থেকে পরাজয় বরণ করতে পারে বলেও ধারণা করছেন তৃণমূল ও রাজনৈতিক বিশ্লষকরা। এছাড়াও দলীয় নেতাকর্মীরাই তাকে নিয়ে তুলেছে নানা অভিযোগ।

অপরদিকে বাংলাদেশ কল্যান পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদ ফেরদৌস সোহেল মোল্রা এরআগেও নাসিক মেয়র নির্বাচনে অংশ নিয়েছিল। ওই সময়েও তরুণদের মাঝে ব্যপক সাড়া জাগিয়েছিলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২০ দলীয় জোট অন্তর্ভূক্ত হিসেবে তিনিও উল্লেখিত আসনের মনোনয়ন প্রত্যাশা করেন। তাছাড়াও সোনারগাঁয়ের ছেলে হিসেবে রয়েছে তাঁর ব্যপক জনপ্রিয়তা। ক্লিন ইমেজ ও কোন বির্তক কর্মকান্ডের অভিযোগ না থাকায় সোনারগাঁবাসীর পছন্দের তালিকায় এখন রাশেদ ফেরদৌস সোহেল মোল¬া অন্যতম। তবে কে পাবেন এজন্য জোটের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন প্রার্থীদ্বয়।

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর বুধবার শেষ হয়েছে মনোনয়ন জমা ও ২ ডিসেম্বর বাছাই। ৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময় এবং ভোট গ্রহন ৩০ ডিসেম্বর।

add-content

আরও খবর

পঠিত