নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরকে যানজটহীন আধুনিকায়ন করতে পূর্বে ঘোষনার কথা মত যানজট নিরসনে ট্রাফিক পোস্টে দাড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রন করলেন নারায়ণগঞ্জ-৪ সাংসদ জননেতা এ.কে.এম শামিম ওসমান। কর্মব্যস্ত নারায়ণগঞ্জ নগরিতে সকলেই যখন কাজের তাগিদে যান পরিবহন ও পথচলায় অস্বস্তির সময় কাটাচ্ছে ঠিক তখনই খুব স্বস্তিদায়ক পরিস্থিতিতে যানজট নিরসনে এগিয়ে আসলেন নারায়ণগঞ্জ-৪ সাংসদ জননেতা এ.কে.এম শামিম ওসমান। শহরের চাষাড়া রাইফেল ক্লাবে ও জিয়া হলের সামনে দাড়িয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ.কে.এম শামীম ওসমান। কিভাবে গাড়ি পার্কিং করা হবে, কোন গাড়ি কোন স্থানে থাকবে, রিকশা থাকবে না। রাস্তার পাশে গাড়ি পার্কিং থাকবে না। এসব নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। এসময় দলীয় নেতাকর্মী ও বিএনসিসি সদস্যদের রোড ম্যাপ জানিয়ে দেন। পরে চাষাড়া, কালীর বাজার , ১নং রেল গেইট ও ২নং রেল গেইট এই ৪ টি স্থানে ভাগ হয়ে তারা তাদের কর্মকান্ড পরিচালনা করেন। সকলেই যানজট নিরসনে রাস্তায় নেমে ছড়িয়ে পড়ে এবং তিনি চাষাড়া পয়েন্টে অবস্থান নেন। যানজট নিরসনে শহর যুবলীগের সভাপতি সাজনুকে কালীরবাজার পয়েন্ট, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ও জেলা ছাএলীগের সভাপতি সানিকে ২ নং রেল গেইট এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলালকে ১ নং রেল গেইটে দায়িত্ব বুঝিয়ে দেন। এদের সাথে ৬ জন করে বি.এন.সি.সি সদস্য যুক্ত করে দেন।
পরিশেষে নারায়ণগঞ্জ-৪ সাংসদ শামীম ওসমান সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জে দিনে ১৪ বার ট্রেন যায় এবং ১৪ বার আসে। আর এই ২৮ বার ট্রেন সিগন্যালের কারনে মানুষের অনেক কর্ম ঘন্টা নষ্ট হয় । তাই সিটি কর্পোরেশন ও রেলওয়ের সাথে আলোচনা করে ট্রেন ষ্টেশন যদি চাষাড়া পর্যন্ত করা হয় তবে শহরের যানজট কমে আসবে। আমরা ৫ টি স্থরের কাজে এখন জোরদার দিচ্ছি যা মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতা, ইভটিজিং ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর ও অঙ্গীকারবদ্ধ। এবং আমাদের এই বিষয়ে সামাজিক দায়বদ্ধতা আছে, এই দায়বদ্ধতা আমরা এড়িয়ে যেতে পারি না । কিন্তু আপনাদের অংশগ্রহন ব্যতিত এই উদ্যোগ সফল করা সম্ভব নয়। নিজ নিজ এলাকার মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, সন্ত্রাস, চাদাঁবাজ, ইভটিজিং ও ইসলামের দুশমন জঙ্গিবাদ থাকলে এব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে মোবাইল নম্বরে অবহিত করুন। শহরে অবৈধ রিকশা চলাচল অবিলস্বে বন্ধ করতে হবে। আমরা শহরকে যানজট মুক্ত করতে আগামী ৩ দিন কাজ করবো । এরপর প্রশাসনের আশ্রয় নেবো। অবৈধ পার্কিং থাকবে না। তিনি আরো বলেন, উন্ন্য়ন ও আপনাদের সেবার যে দায়িত্ব আমার কাঁেধ দিয়েছেন তা পালন করাই এখন আমার মূল লক্ষ্য। তাই সাহস করে এগিয়ে আসুন, সুন্দর ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গঠনে আমাকে দয়া করে সহযোগিতা করুন।
যানজট নিরসনে সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, সরকারী তোলারাম কলেজের শিক্ষক প্রতিনিধি পরিষদের জীবন কৃষ্ণ মোদক, অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা ছাএ লীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্ন ু , মহানগর ছাএ লীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ, বাস-মিনিবাস মালিক সমিতি সভাপতি মুক্তার হোসেন, পরিবহন শ্রমিক নেতা খাজা ইরফান, জীলানী, আবু তাহের, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বিএনসিসি, সরকারি মহিলা কলেজের বিএনসিসি, ছাএলীগ ,যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো: জুয়েল হোসেন, জয় প্রধান, ইমরুল, তৈমূর প্রধান ও প্রমূখ।