নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে স্থায়ী সদস্য হলেন ৮ সাংবাদিক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির গত ৩০ আগষ্ট অনুষ্ঠিত সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে বিভিন্ন ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ৮জন সাংবাদিককে স্থায়ী সদস্যপদ প্রদান করা হয়েছে। ২০২১ সালের ২৩ আগষ্ট অনুষ্ঠিত সভায় ৮ জন সাংবাদিককে তাদের আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে প্রাথমিক সদস্য পদ প্রদান করা হয়েছিল।

ক্লাব গঠনতন্ত্র অনুযায়ী এক বছর পূর্ণ হবার পর তারা ক্লাবের নির্ধারিত আবেদন ফরমে স্থায়ী সদস্য পদের জন্য আবেদন করেন। সভায় তাদের বিগত এক বছরের সার্বিক আচার আচরন সন্তোষজনক বলে প্রতীয়মান হয়। পরে তাদের আবেদনের সাথে সংযুক্ত সকল কাগজপত্র সম্পন্ন থাকায় ক্লাবের স্থায়ী সদস্যপদ প্রদান করা হয়।

স্থায়ী সদস্যপদ প্রাপ্তরা হলেন- দৈনিক দেশের আলো পত্রিকার সম্পাদক আনিসুল ইসলাম সানি, আরটিভির জেলা প্রতিনিধি সম্পাদক আনোয়ার হাসান, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি শওকত আলী সৈকত, ইন্ডিপেন্ডেন্ট এর জেলা প্রতিনিধি হাসানউল রাকিব, দৈনিক ইনকিলাবের সহ-সম্পাদক জামাল উদ্দিন বারি, বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জিয়াউর রহমান খান ও এটিএন বাংলা স্টাফ রিপোর্টার শফিউল আলম ।

add-content

আরও খবর

পঠিত