নারায়ণগঞ্জ নেতৃত্ব ও আন্দোলনের জায়গা : সমাজকল্যান মন্ত্রী মেনন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সমাজকল্যান মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এই নারায়ণগঞ্জে জন্ম নিয়েছিল আওয়ামীলীগের। সেই ওসমান সাহেব (খান সাহেব ওসমান আলী) তিনি বঙ্গবন্ধুর একনিষ্ঠ লোক ছিলেন। তার বাড়িতেই আওয়ামীলীগের জন্ম হয়েছিল। এই পরিবার থেকেই ভাষা আন্দোলনের নেতৃত্ব এসেছে। যার নামে এই পৌর পাঠাগার সেই আলী আহাম্মদ চুনকার নেতৃত্ব দেখেছি আমরা। এই নারায়ণগঞ্জের সাংবাদিক হানিফকে দেখেছি আমরা। সাংবাদিকতার সঙ্গে তিনি রাজনীতি করতেন। এদের নেতৃত্ব দেখেছি আমরা। শফি ভাই, জামিল ভাইদের নেতৃত্ব দেখেছি। এই নারায়ণগঞ্জ ছিল নেতৃত্বের জায়গা, আন্দোলনের জায়গা।

শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড শফিউদ্দিন আহমেদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর আলী আহাম্মদ চুনকা পৌর পাঠাগার ও নগর মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাংশু সাহার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম।

তিনি আরও বলেন, আমি আমার ছাত্রজীবনে এবং তারপরেও দেখেছি, নারায়ণগঞ্জ বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এই নারায়ণগঞ্জকে সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা আপনাদের দায়িত্ব। সেলিনা হায়াত আইভী (সিটি মেয়র) সেই দায়িত্ব নিয়েছেন। তিনি একটি উদাহরণ তৈরি করেছেন। কিন্তু এখানেই শেষ নয়। আজকে আমাদের সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে এটা শেষ করতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির জেলার সভাপতি হাফিজুর ইসলাম, মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কবি ও সাংবাদিক হালিম আজাদ, সমমনার সভাপতি দুলাল সাহা, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) জেলার সভাপতি আওলাদ হোসেন প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত