নারায়ণগঞ্জ থেকে স্কুল ছাত্রী অপহরণের ৮ দিন পর সাভারে উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকা থেকে অপহরণের শিকার এক স্কুল ছাত্রীকে দিন পর ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ ঘটনায় সাব্বির (২০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার অভিযুক্তকে গ্রেফতার করা হয় গ্রেফতার সাব্বির ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইরের কালাহাজি বাড়ির ভাড়াটিয়া ফুলমিয়ার ছেলে ঘটনায় অপহরণের শিকার স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন

মামলায় উল্লেখ করা হয়, ওই কিশোরী মাসদাইর প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের সময় প্রায় সময় সাব্বির তাকে কুপ্রস্তাবসহ প্রেম নিবেদন করে আসছিলেন। গত ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে স্কুল ছাত্রী প্রাইমারি স্কুলসংলগ্ন দোকানে গেলে সাব্বির তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান

বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির () বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণের শিকার স্কুল ছাত্রীকে উদ্ধার সহ অভিযুক্ত সাব্বির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

add-content

আরও খবর

পঠিত