নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের উদ্যোগে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ। শুক্রবার (১২ অক্টোবর) সকালে ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে এ আয়োজন করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুস ছালাম। এর আগে শ্রমিকলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী দিবসটি পালন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাই বলেন, গার্মেন্টস শিল্প আজ জাতীয় অর্থনৈতিক খাতে  বিরাট অবদান  রাখছে, বৈদেশিক মুদ্রা অর্জন করছে।  সরকার এখন গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৮ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে, আর আপনারা দাবি করেছেন ১৬ হাজার টাকা। বর্তমানে দ্রব্যমূল্যের  যে উর্ধ্বগতি তার পরিপেক্ষিতে আমি মনে করি শ্রমিকের মজুরী সর্বনিম্ন অন্তত ১০ হাজার টাকা হওয়া  উচিত ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লুৎফর রহমান, শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সহসভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আরফাত, সাংগঠনিক সম্পাদক জহির রানা, মহিলা বিষক সম্পাদক মিলি চেীধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত