নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জিরো টলারেন্স

# কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা

# চলাচল ও বৈধ অস্ত্রে নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সৈয়দ সিফাত লিংকন ) : সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার ( ১৭ অক্টোবর ) অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন। যেখানে স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত হবে পরিষদের সদস্য। আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান ঘোষণার অপেক্ষায় মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চন্দন শীল। এ নির্বাচনকে ঘিরে ইতমধ্যে সকল প্রস্তুতী সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নিবার্চন অফিসের কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান। গতকাল বিকালে প্রতিবেদকের সাথে কথা হলে নির্বাচন প্রসঙ্গে সার্বিক বিষয়ে তথ্য দিয়ে নিশ্চিত করেন তিনি।

এছাড়াও তিনি জানিয়েছেন, সিইসি দেয়া নির্দেশনা অনুযায়ী সকল ভোট কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা। আইন শৃঙ্খলা রক্ষায় থাকবে র‌্যার, পুলিশ, বিজিবিসহ ভ্রাম্যমান আদালতের কয়েকটি দল। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে জিরো টলারেন্স ভূমিকা পালন করবে নির্বাচন কমিশন অফিসের সকল কর্মকর্তাগণ। এটা নিশ্চিত করতে পারি।

এদিকে ভোটের সার্বিক পরিবেশ নিয়ে কোন প্রার্থীর অভিযোগ রয়েছে কিনা? এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, ইতমধ্যে একজন প্রার্থী তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর পক্ষে চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে ভোট চেয়ে আচরণ বিধি লঙ্গন করছে এমন অভিযোগপত্র আমাদের কাছে জমা দিয়েছিল।

নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, জেলা পরিষদের ১ হতে ২নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও ১ হতে ৩নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত সময়-সূচি অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন উপলক্ষে আগামী সোমবার সকাল ৯ টা হতে ভোট গ্রহন চলবে বেলা ২ টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোতে ইলেক্ট্রোনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে ৫টি ওয়ার্ডের জন্য প্রস্তুত করা হয়েছে ৫টি ভোট কেন্দ্র। যেসব কেন্দ্রে দুইটি করে মোট ভোট কক্ষের সংখ্যা রয়েছে ১০টি। এসব কেন্দ্র সিসি টিভি ক্যামেরার আওতায় এনে সার্বক্ষনিক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবে কর্মকর্তারা।

চলাচল ও বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা :

নারায়ণগঞ্জে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা ভোটকেন্দ্রের আশেপাশের এলাকায় যানবাহন ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এ নির্বাচনে দায়িংত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ অক্টোবর রাত ১২টা থেকে শুরু করে ১৭ অক্টোবর নির্বাচনের দিন রাত ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জের ভোটকেন্দ্রের আশেপাশে মোটরসাইকেল কিংবা অন্য কোনো যানবাহন বা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাশাপাশি নির্বাচন উপলক্ষে সাতদিন বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) পর্যন্ত নারায়ণগঞ্জে বৈধ ও লাইসেন্স থাকা অস্ত্র বহন এবং প্রদর্শনে করা যাবে না। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা নিবে জেলা প্রশাসন।

add-content

আরও খবর

পঠিত