নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন। এতে ২ ও ৩নং ওর্য়াডের সাধারণ আসনের সদস্য পদে ভোট গ্রহণ করা হবে। এর আগে ভোটার নিয়ে জটিলতা ও দেশব্যাপি প্রাকৃতিক দুর্যোগের কারণে ২বার এ নির্বাচন স্থগিত করা হয়েছিল। সোমবার ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় থেকে প্রেরিত জেলা প্রসাশক রাব্বী মিয়া সাক্ষরিত ও নির্বাচনটির রিটানিং অফিসার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিটিতে প্রকাশ, নির্বাচন কমিশন সচিবালয়ের ৩০ আগস্ট তারিখের পত্র নং ১৭.০০.০০০০.০৭৯.৪১.০০১.১৭ (অংশ-২)-৪৬৪ অনুসারে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ জেলা পরিষদের ২ ও ৩ নং সাধারণ আসনের সদস্য পদে আগামী ২৪ সেপ্টেম্বর রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২নং ওয়ার্ডে সরকারি তোলারাম কলেজে ও ৩নং ওয়ার্ডে বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২ নম্বর ওয়ার্ডে (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ থেকে ১৮ নম্বর ওর্য়াড) ও ৩ নম্বর ওয়ার্ডে (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ থেকে ২৭নং ওর্য়াড)। ওয়ার্ড দুটিতে মোট ২৫ জন ভোটার তাদের মূল্যবান ভোট দিবেন।