নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি চন্দন শীলকে অভিন্দন জানান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম ৭, ৮, ৯ ফতুল্লা ও নাসিক ১১নং ওয়ার্ড। ৯ জানুয়ারি সোমবার দুপুরে পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তারা কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, হাজীগঞ্জ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান ( বিএলএফ), বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান বকুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি ইব্রাহিম মোল্লাসহ মুক্তিযোদ্ধা সন্তান এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম এর নেতৃবৃন্দ।