নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার নারায়ণগঞ্জে জেলা ও মহানগর বিএনপি মানববন্ধন করেছে। সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সড়কে শুরু হওয়া মানববন্ধনে সভাপতিত্বে করেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস। বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক এমএ আকবর, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাল-জালিয়াতি করে সৃজন করা একটি মামলায় সরকারের নির্দেশে অন্যায় ভাবে সাজা দিয়েছেন আদালত। এখন বেগম জিয়ার মুক্তি বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র করে চলেছে সরকার। এসব জুলুম ও বেআইনী কাজ বন্ধ করে তাঁকে অবিলম্বে মুক্তির দাবি জানান বক্তারা।