নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২–২৩ এর তফসিল ঘোষণা করা হয়েছে। ২৮শে ফেব্রুয়ারি নির্বাচন এর তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক আল মামুন। আগামী ২৬শে মার্চ নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের কার্যনির্বাহী পরিষদ ২০২২–২৩ এর নির্বাচন এর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এদিকে, আগামী ৪ থেকে ৮ মার্চ শুরু হচ্ছে মনোনয়ন পত্র বিতরণ। মনোনয়ন পত্র দাখিল ৫–৯ মার্চ। মনোনয়ন পত্র প্রত্যাহার এর শেষ তারিখ ১৮ মার্চ। প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা প্রকাশ ১৯ মার্চ এবং পরিশেষে ২৬শে মার্চ ভোট গ্রহন, গণনা ও ফল প্রকাশ সকাল ৯ টা ৪ টা পর্যন্ত।
তাছাড়া নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের কার্যনির্বাহী পরিষদ ২০২২–২৩ এর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন কৃষ্ণ কান্ত সাহা, আল মামুন ও শাহরিয়ার সাঈদ অন্তর। এছাড়া আপিল বিভাগের চেয়ারম্যান হিসেবে থাকছেন নুর আলম সিদ্দিকি, সদস্য ইরফান ভুইয়া ও জুনায়েদ ভুইয়া নাফি।