নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু রোড অবিস্থত নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের নিচতলায় নিউ ইলেকট্রনিক্স নামে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২৬ জুন রবিবার দুপুর ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকানের ফ্রিজ সহ বেশ কিছু মালামাল পুড়ে যায়। আগুনের সুত্রপাত তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের নিচতলার সবগুলো দোকানেই মূলত ইলেকট্রনিক্সের জিনিসপত্র বিক্রি করা হয়। আগুন আশেপাশে খুব ছড়ায়নি। তবে ধোঁয়া ছিল প্রচুর। আগুনে দোকানের কয়েকটি ফ্রিজ পুড়েছে।

বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে দ্রুত আগুন নেভানো হয়েছে। নিউ ন্যাশনাল ইলেকট্রনিক্স নামে একটি দোকানে আগুন লাগে। দোকানের বেশ কিছু মালামাল পুড়ে যায়। আগুনের সুত্রপাত তাৎক্ষনিকভাবে জানা যায়নি বিস্তারিত পরে জানানো হবে।

add-content

আরও খবর

পঠিত