নারায়ণগঞ্জ বার্তা ২৪: ব্যপক উৎসাহ উদ্দিপনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি পদে সম্মানজনক জয় অর্জন করলেন তানভীর আহমেদ টিটু। নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে ৬৮৯ ভোট পেয়ে জয়ী হলেন তানভীর আহমেদ টিটু। প্রতিদ্বন্দী মাহবুবুর রহমান মাসুম পেয়েছেন ২৯৮ ভোট। তানভীর আহমেদ টিটু তাঁর প্রতিদ্বন্দী মাহবুবুর রহমান মাসুমকে পরাজিত করেন ৩৯১ ভোটের ব্যবধানে। নির্বাচনে ভোটের সংখ্যা ৯৯৭ টি। ২৩ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জ ক্লাবে ছিল উৎসবমুখর পরিবেশ। র্দীঘ ৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ক্লাব সদস্যদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সর্বকালের সকল রেকর্ড ভঙ্গ করে নির্বাচন করেন ১১ পদে ২২ প্রার্থী ।
নারায়ণগঞ্জ ক্লাবের গুরুত্বপূর্ণ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহবুবুর রহমান মাসুম এবং তানভীর আহমেদ টিটু। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ইকবাল হাবিব এবং ডা. একেএম শফিউল আলম ফেরদৌস, সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দীতা করেন এড.সরকার হুমায়ুন কবির, সেলিম আহম্মেদ হেনা, শেখ হাফিজুর রহমান, মাহফুজুর রহমান খান মাহফুজ।
সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন এসএম শাহীন, সামসুদ্দিন আহম্মেদ, সজল কুমার রায়, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন সেলিম রেজা সিরাজী, সোহেল আক্তার, হোসাইন মোঃ তানিম তৌহিদ, ইদী আমীন ইব্রাহীম খলিল, মঈনুল হাসান, আনোয়ার হোসেন, আশিক উজ জামান, বিপ্লব কুমার সাহা, আবদুল খালেক।
নির্বাচনে ভোট দিয়ে অংশগ্রহণ করেন, নাসিক মেয়র ও উপমন্ত্রী সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ শামীম ওসমান, বিএনপির ৪ আসনের মনোনিত প্রার্থী শিল্পপতি শাহআলমসহ অন্যান্য ভোটাররা।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর সভাপতি খালেদ হায়দার কাজল। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন রাশেদ সারোয়ার, জিএম ফারুক এবং মাসুদ-উর-রউফ এবং এম সোলায়মান।