নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কেমিক্যালবাহী একটি কাভার্ডভ্যানে বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২৯ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় নারায়ণগঞ্জ কোর্টের সামনে এ ঘটনা ঘটে। এ সময় প্রায় এক ঘন্টা সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার সানাউল হক জনান, কেমিক্যালবাহী ঢাকা মেট্রো-অ ১৪-০১৫৮ নাম্বারের একটি কাভার্ডভ্যানে বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে আমারা জানতে পারি । এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।তবে গাড়ির চালক ও হেলপার কাউকে পাওয়া যায়নি। এজন্য কেমিক্যালের মালিকের নাম জানা যায়নি।