নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ ওমেন্স ক্লাবের পক্ষ থেকে ৭, ৮ ও ১০ নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ওমেন্স ক্লাবের প্রতিষ্ঠাতা শারমিন শাকিল মেঘলা এ কর্মসূচী পালন করা হয়।
তিনি বলেন, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ- এই সময়ে আমাদের সমাজের বিত্তবান শ্রেণীর মানুষের উচিত এইরকম অসহায় মানুষের পাশে দাড়ানোর। আর আমরা নারায়ণগঞ্জ ওমেন্স ক্লাবের অনেকের ক্ষুদ্র চেষ্টায় এই আয়োজন করেছি। দোয়া করবেন সবাই দেশের জন্য যাতে আল্লাহ্ আমাদের এই মহামারী থেকে ক্ষমা করেন। আগামীতে যাতে আরও ভালভাবে অসহায় মানুষের পাশে থাকতে পারি।