নারায়ণগঞ্জ আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ইফতার ও গ্রাহক সমাবেশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি. এর ইফতার মাহফিল ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার নারায়ণগঞ্জ শাখা কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোন এর জোনাল হেড মনির আহমাদ। প্রধান আলোচক ছিলেন মিসবাহুল উলূম কামিল মাদরাসা প্রধান মুহাদ্দিস শায়খ মুহাদ্দিস মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ব্যাংকের ট্রেইনিং সেন্টার এর ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং বিভিন্ন শাখার ম্যানেজার ও অফিসারবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতি করেন নারায়ণগঞ্জ শাখার ম্যানেজার ও সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানটিতে ব্যাংকের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মোগড়াপারা শাখার ম্যানেজার সাইফুদ্দিন শিকদারের সঞ্চালনায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বন্দর শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. সাইফুল ইসলাম। মোনাজাত পরিচালনায় ছিলেন শায়খ মুহাদ্দিস মাহমুদুল হাসান। মোনাজাতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি. তথা দেশ ও জাতির উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

add-content

আরও খবর

পঠিত