নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক, দুই পুলিশের স্বাক্ষ্যগ্রহন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ঝর্ণা বেগমের করা ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জের আদালতে আজ দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্যগ্রহণ করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান এর আদালতে স্বাক্ষ্য দেন পুলিশ পরিদর্শক তবিদুর রহমান ও এএসআই রাকিবুল ইসলাম উজ্জল।

এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। স্বাক্ষ্যগ্রহণ শেষে তাকে ফের কাশিমপুর কারাগারে নেয়া হয়েছে।

এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ জানান, সোনারগাঁ থানায় ঝর্ণা বেগমের দায়ের করা ধর্ষণ মামলায় দুপুরে মামুনুল হককে আদালতে তোলা হয়। আজ দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ পর্যন্ত ১৩ জনের স্বাক্ষ্য নেয়া হয়েছে। আরও ৩০ জনের স্বাক্ষ্য বাকী রয়েছে।

অন্যদিকে চাপ প্রয়োগ করে মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ তোলেন মামুনুল হকের আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার করার মত কোন কারণ দেখেনি। তাছাড়া আওয়ামীলীগের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। জেরা করার সুযোগ দিলে চুলচেরা বিশ্লেষন করা হলে ন্যায় বিচার পাবো। আর বেখসুর খালাস পাবে আল্লামা মামুনুল হক।

add-content

আরও খবর

পঠিত