নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ আদালত পাড়া থেকে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টায় আদালত প্রাঙ্গনে আইনজীবী সমিতি ভবনের অপরদিকে নীল রংয়ের সুজুকী জিক্সার, যার রেজি. নং-ঢাকা মেট্রো-ল-২৪-৯০৬০ মোটর সাইকেলটি চুরি হয়। এ ব্যপারে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরী করেছে মোটর সাইকেলটির মালিক মামুন মির্জা।
তিনি জানান, নতুন কোর্ট এলাকার নির্বাচন কমিশনের অফিসের নিচে আইনজীবীর সাথে কথা বলার জন্য গাড়িটি লক করে যাই। আর মাত্র পাচঁ থেকে সাত মিনিট পর ফিরে এসে দেখি আমার রেখে যাওয়া বাইকটি নেই। তারপর আদালত পাড়ায় সিসি ক্যামেরা আছে বিধায় সংশ্লিষ্টের কাছে গেলে তাদের একজন বলেন মনিটর নষ্ট, আরেকজন বলে ফুটেজ রের্কড নেই। এতে অবাক হই, যে সিসি ক্যামেরা থাকতেও আমাদের জন্য সুফল নেই। তাহলে কী সাজিয়ে রাখার জন্য এই ক্যামেরা! মোটর সাইকেলটি খোজাঁখুজি অব্যাহত আছে। এছাড়াও চুরির পরে বিষয়টি ট্রাফিক কন্ট্রোল রুমে জানানো হয়েছে।
এ ব্যাপারে আড়াইহাজার থেকে আগত একজন শিক্ষানবিস আইনজীবী বলেন, আদালত পাড়ায় দিন দিন বেড়েই চলছে মোটর সাইকেল চুরির ঘটনা। বেশ কিছুদিন ধরেই দেখছি আদালতপাড়ায় সক্রিয় হয়ে উঠেছে মোটর সাইকেল চোর চক্রের সদস্যরা। এতে করে দূর-দূরান্ত থেকে আগত আইনজীবী, মক্কেল সহ র্সবসাধারণের একমাত্র সহজ বাহন মোটর সাইকেল রাখা নিয়ে অনিরাপত্তা রয়েছে। এছাড়াও আদালত পাড়ায় নিরাপত্তা বলয়ে সকলের গাড়ি রাখার জন্য সুনিদির্ষ্ট কোন পার্কিংয়ের ব্যবস্থা নেই। এটা হলে সকলের সুবিধা হতো। এধরনের অভিযোগ শোনা যেত না।
উল্লেখ্য যে, এরআগেও পুলিশ ও আইনজীবী সহ অনেকের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। র্সবশেষ ২৫ মার্চ সকালে আদালত পাড়ায় মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় মোটর সাইকেল মালিক নিজে এক চোরকে হাতেনাতে আটক করেছেন। এ সময় আদালতে আসা জনতা চোরকে গণধোলাই দিয়ে আদালতে ডিউটিরত পুলিশের হাতে সোপর্দ করে।