নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রিপোর্টার ) : আলোর সন্ধানে দুরন্ত অভিযানে লিগ্যাল রিপোর্ট বিডি ডটকমের সম্পাদক শাহ আলী মো. পিন্টু খানকে আহ্বায়ক ও একুশের কাগজ ডটকমের সম্পাদক এম এ মান্নান ভূঁইয়াকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ আবেদীন ভিলায় আগামীর অগ্রযাত্রায় নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠনকল্পে এক সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ১১ সদস্য কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক টাইমস নারায়ণগঞ্জ ২৪ ডটকমের প্রধান সম্পাদক ও সংবাদচর্চা ডটকমের সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকমের সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ নিউজ ২৪ডটকমের সম্পাদক মোঃ মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফটো নারায়ণগঞ্জ ডটকমের মো. এনামুল হক সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক পথের সময় ডটকমের সম্পাদক তৌকির আহমেদ রাসেল, যুগ্ম আহ্বায়ক সময়ের চিন্তা ডটকমের সম্পাদক সুলতান মাহমুদ, আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ডেইলী বিজয় ডটকমের প্রকাশক হাজী কামাল প্রধান, নারায়ণগঞ্জ নিউজ সার্ভিস ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মো. রাশেদ উদ্দিন ফয়সাল, ও বজ্রধ্বনি ডটকমের সম্পাদক মো. শাহাদাত হোসেন তৌহিদ। উক্ত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য গঠন করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত