নারায়ণগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণ, নুরুল গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় সাত বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলামকে (৫৩গ্রেফতার করেছে পুলিশ। ১০ই ডিসেম্বর শুক্রবার  বিকালে তাকে গ্রেফতার করা হয়। নুরুল ইসলাম ফতুল্লা থানার পাগলা পূর্বপাড়া শাহি মহল্লার মৃত মকবুল হোসেন ওরফে মাহাবুবের ছেলে।

কিশোরীর মায়ের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, তাদের দুই মেয়ে এক ছেলে। তারা স্বপরিবারে পাগলা পশ্চিম রসুলপুরের ভাঙ্গাপুলস্থ কাদির মিয়ার বাসায় বসবাস করে আসছিলো। অপরদিকে গ্রেফতারকৃত নুরুল ইসলাম দোকান ভাড়া নিয়ে লাইটের দোকান নিয়ে ব্যবসা করে আসছিলো। সে হিসেবে তারা বাদীর সন্তানের গ্রেফতারকৃতে দাদা বলে সম্বোধন করতো। গত ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বাদী এবং তার স্বামী কাজে বের হয়। পরে সন্ধ্যা ৬টায় বাসায় ফিরে এলে তার সাত বছর বয়সী মেঝো মেয়ে তাকে জানায়, যে দুপুর ২টার দিকে বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে দোকানে যাওয়ায় পথে গ্রেফতারকৃত নূরুল ইসলাম তাকে তার নিজ দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে সে কান্নাকাটি করলে তাকে ছেড়ে দেয়া হয়। সময় স্থানীয়রা শিশুটিকে কান্নার কারণ জানতে চাইলে শিশুটি স্থানীয়দেরকেও বিষয়টি অবগত করে।

বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

add-content

আরও খবর

পঠিত