নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ শহর থেকে এক অজ্ঞাত পরিচয়ে (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টায় শহরের আমলাপাড়ায় লেবার হোসিয়ারির সামনে রাস্তার পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এ লাশ উদ্ধারসহ গত ৪দিনে ৩ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, মরদেহটি পরিচয় জানার চেষ্টা করছি আমরা। মৃতের স্বজনেরা যদি লাশটি সনাক্ত করে তাহলে তাদেরকে মৃতদেহটি হস্তান্তর করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে লাশটির দাবিদার না পাওয়া যায় তবে মর্গে পাঠানো হবে।
এ নিয়ে জেলায় ৪ দিনে তিন লাশ উদ্ধার করা হয়। বুধবার সিদ্ধিরগঞ্জের আদমজি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরের দিন ফতুল্লা থানাধীন কাশীপুর এলাকা থেকে অরো এক অজ্ঞাত (৬০) ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।