নারায়ণগঞ্জে ২৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিপুল পরিমাণ গাাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৬ জানুয়ারি শুক্রবার আড়াইহাজার থানাধীন বিশনন্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার র‌্যাব ১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম গণমাধ্যমকে এবিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃরা হলো : মৃত.তাজুল ইসলাম এর ছেলে মো.মাহাবুবুর রহমান (৪৭), মৃত.সুন্দর আলী ছেলে ফুলমিয়া (৫১), মৃত. আ: গণির ছেলে জালাল আবেদীন ওরফে জয়নাল আবেদীন (৭২), মো. খশরু মাস্টার এর ছেলে হাছিবুল হাছান (২৪) এবং শরিফুল ইসলাম এর ছেলে মো. সিফাতুল ইসলাম শাওন (২২)। অভিযানে তল্লাশি চালিয়ে ২৭ কেজি গাঁজা, নগদ অর্থ, ৭টি মোবাইলফোন, ১টি ল্যাপটপ এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার করে র‌্যাব। এদিকে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত