নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৪২ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। নিহত  উভয়ই  পুরুষ, এদের মধ্যে একজন (৬৫) সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা এবং অন্যজন (৫৫) শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায়  মোট মৃত্যু হয়েছে ১১৯ জন। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪২ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৮৫ জন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রে আরো জানা যায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪১ জনের। এ পর্যন্ত এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৮ হাজার ৫৯, সদর উপজেলায় ৫ হাজার ১২৩, বন্দরে ১ হাজার ২৪৬, আড়াইহাজারে ২ হাজার ৪৩৭, সোনারগাঁয়ে ১ হাজার ৯৪২, রূপগঞ্জে ৭ হাজার ৯৬৪ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৪ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৪১৪ জন, সদর উপজেলার ১ হাজার ৩১ জন, রূপগঞ্জের ৭০১ জন ও আড়াইহাজারের ৪০২ জন, বন্দরে ১২১ ও সোনারগাঁয়ের ৩৩৫ জন।

add-content

আরও খবর

পঠিত