নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টা হিসেবে করোনায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার বয়স ৪৮ বছর, তিনি সিদদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার বাসিন্দা ছিল।এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১১০ জন। একই সময়ে জেলায় নতুন শনাক্ত হয়েছেন ১৩৭ জন। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯২৫ জনে দাড়ালো। তবে নতুন করে সুস্থ হওয়ার রেকর্ড পাওয়া যায়নি, তাই ২ হাজার ৪৭১ জনই বিদ্যমান রয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র আরো জানা যায়,গত ২৪ ঘন্টায় অর্খাৎ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নতুন করে নমুনা সংগ্রহ হয় ১৩৪ জনের, এ পর্যন্ত মোট সংখ্যা ৬৯৫৮ জন। সদর এলাকায় ৪৪ জনের নমুনা সংগ্রহ হয়েছে, যার মোট সংখ্যা ৪৬৮৯ জন। এছাড়াও ঝুঁকিপূর্ণ রূপগঞ্জ উপজেলায় ১৭৫জনের নমুনা সংগ্রহ হয়, আর মোট সংখ্যা ৬৯৮৮ জন। তবে আড়াইহাজার উপজেলায় ৩০জনের নমুনা সংগ্রহ হয়, মোট ২১৯০ জন, সোনারগাঁ ৮জন, মোট ১৭৯৯ ও বন্দরে ২২ জন, মোট ১০৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২৩৬৬১১ জনের।