নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও ১০৪ জন আক্রান্ত, ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ১০৪ জন  আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন জনের।এদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার  ২ জন  এবং রূপগঞ্জ উপজেলার ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭৮৮ জন, মৃতের সংখ্যা ৮০ জন। রবিবার (৩১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

সূত্রে জানা যায়, করোনা ভাইরাস থেকে নতুন করে আরও ৩৬ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরার মোট সংখ্যা ৭৬৬ জন। আইসোলেশনে রয়েছেন ৯১৪জন। হোম কোয়ারেন্টাইনে করোনা নির্মূলে রয়েছেন ৬৯৪ জন।নারায়ণগঞ্জ জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ৯৪৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের মোট সংখ্যা ১২ হাজার ২৬৯ টি।

এদিকে, জেলায় মোট আক্রান্তের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ১১৪৮ জন। সদর উপজেলায় ৮৬৭, রূপগঞ্জ উপজেলায় ৩২৯, সোনারগাঁ উপজেলায় ২১৬ জন , আড়াইহাজার ১৫০, বন্দর ৭৮ জন আক্রান্ত রেকর্ড করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত