নারায়ণগঞ্জে ১ দিনে ২টি লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পৃথক দুটি স্থানে এক যুবক ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। ১৫ই জুন মঙ্গলবার ভোরে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, গত সোমবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে হেটে যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবক মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তার পড়নে লুঙ্গি আর নীল রং এর টিশার্ট ছিল।

তিনি আরো জানান, একই রাতে ফতুল্লার মাহমুদপুর এলাকায় সোহাগ মিস্ত্রির ভাড়াটিয়া বাড়িতে পারিবারিক কলহের জের ধরে জাকিয়া (১৬) নামে এক কিশোরী ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ফাস দিয়ে আত্মহত্যার চেস্টা করে। এ সময় পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়ার মৃত্যু হয়। সে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার উজিয়ারা গ্রামের খোরশেদ আলমের মেয়ে।

ওসি জানান, ময়না তদন্তের জন্য দুটি মরদেহই হাসপাতাল মর্গে আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত