নারায়ণগঞ্জে ১৪০০ মসজিদে বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার প্রায় ১৪০০ মসজিদের কুরআন শিক্ষা প্রোগ্রামের টাকা এবং অন্যান্য বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। জেলার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মহিউদ্দিনের বিরুদ্ধে এ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।

বৃহষ্পতিবার (৯ মে) মহিউদ্দিনের দুর্নীতি অনুসন্ধানে দুদক এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন ১০৬) অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জ জেলার যাকাত ফান্ড ও মসজিদের কোরআন শিক্ষা কার্যক্রমের টাকাসহ অন্যান্য ফান্ড আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মহিউদ্দিন জেলার জাকাত ফান্ড এবং প্রত্যেক মসজিদে কোরআন শিক্ষা প্রোগ্রামের টাকা আত্মসাৎ করেছেন। এর পরিপ্রেক্ষিতে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২-এর একটি এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে। দুদক টিম অভিযানে পাওয়া তথ্য পর্যালোচনা করছে বলে জানান তিনি।

দুদক টিম সরেজমিন অভিযানে প্রাপ্ত তথ্যাবলি পর্যালোচনায় জানতে পারে, উল্লেখিত সহকারী পরিচালক যাকাত ফান্ড, জেলার প্রায় ১৪০০ মসজিদের কুরআন শিক্ষা প্রোগ্রামের টাকা এবং অন্যান্য বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন।

এ বিষয়ে বিশদ অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানিয়েছেন প্রণব কুমার।

add-content

আরও খবর

পঠিত