নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে র্যাবের বিশেষ অভিযানে নদীতে অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা ইলিশ বিক্রির দায়ে মো. রিপন (৩৮), মো. শরিফুল ইসলাম (১৮), মো. জুয়েল (৪২) ও মো. ফারুক হোসেন (৪২) নামে ব্যাক্তিদেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ই মার্চ মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্দর থানাধীন কলাগাছিয়া মাছ ঘাটস্থ মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার থেকে ১০ মন জাটকা ইলিশ উদ্ধার করে র্যাব-১১ দল।
এদিকে এ সময় নারায়ণগঞ্জের বন্দরের উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার উক্ত অপরাধ আমলে নিয়ে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ সনের ৪ ও ৫ এর (১) ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। মৎস্য সংরক্ষণ আইনে ৪ জন আসামিকে ২০ হাজার টাকা অর্থ দন্ড দেয়া হয়। এ সময় জব্দকৃত জাটকা ইলিশ মাছ ৫টি এতিমখানায় বিতরণ করা হয়।
১৬ই মার্চ মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা চাঁদপুরের সীমান্তর্তী মেঘনা নদীতে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিপুল পরিমান অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা ধরে গভীর রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন মাছ ঘাটে বিক্রি এবং সরবরাহ করে আসছে বলে জানা যায়। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৬ই মার্চ ভোরে বন্দর থানাধীন কলাগাছিয়া মাছ ঘাটস্থ মেঘনা নদীতে একটি ইঞ্জিন চালিত ট্রলারের ভিতরে অভিযান পরিচালনা করে উপরোক্ত আসামীদেরকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হন র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১০ মন জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
পরবর্তীতে বন্দরের উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত অপরাধ আমলে নিয়ে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং জব্দকৃত জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়। অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা নিধন রোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে জানান তিনি। গ্রেফতারকৃত আসামীরা উক্ত জরিমানার টাকা প্রদান পূর্বক ছাড়া পায় বলে জানা যায়।