নারায়ণগঞ্জে ১দিনে করোনায় আক্রান্তের রেকর্ড ১৫২ জন, মোট ২৬৮৪ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ( শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা ) সর্বোচ্চ ১৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে । তবে মৃত্যুর সংবাদ নেই।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬৮৪ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭৭ জন। শনিবার (৩০ মে) দুপুরে এ তথ্য  জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

সূত্র জানায়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১২ জন। এখন পর্যন্ত জেলায় মোট ২৬৮৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। আইসোলেশনে রয়েছেন ৮৯৯ জন  এবং মোট সুস্থ হয়েছেন মোট ৭৩৬ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় ২০৬ জনের নমুনা সংগ্রহের পর একদিনে সর্বোচ্চ ১৫২ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত