নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ২০ জুলাই বুধবার সকাল ৯ টায় নারায়ণগঞ্জ মাসদাইর কমরেড হেনা দাসের স্মৃতিস্তম্ভের পাদদেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম। কমরেড হেনা দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড লক্ষী চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মন্টু ঘোষ, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক রফিউর রাব্বি, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সমন্বয়ক কমরেড নিখিল দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড হিমাংসু সাহা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা নেত্রী কমরেড রাশিদা বেগম, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. হাসিনা পারভীন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস।
সমাবেশের পর কমরেড হেনা দাসের স্মৃতিস্তম্ভে পুস্প অর্পণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও কমরেড হেনা দাসের কন্যা ডা. দীপা ইসলাম।
নেতৃবৃন্দ বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কমরেড হেনা দাসের রাজনৈতিক জীবনের শুরু। পরবর্তীতে শ্রমিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, নারী আন্দোলন, শিক্ষক আন্দোলনসহ বহুমাত্রিক লড়াই সংগ্রামে অবদান রেখেছেন। তার জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি ছিলেন আমাদের বাতিঘর।