নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন সভাপতি প্রদীপ কুমার দাস ও সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল নির্বাচিত হয়েছেন। এছাড়াও মহানগরে পুনরায় সভাপতি লিটন চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে নির্বাচিত হন।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল দশটায় শহরের পুরাতন কোর্টস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রয়াত সভাপতি কমান্ডার গোপিনাথ দাসের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ, বাইবেল ও ত্রিপিটক করা হয় । পরে শোক প্রস্তাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি প্রয়াত সভাপতি মেজর জেনারেল সিআর দত্ত ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপিনাথ দাসসহ প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় ।
নারায়নগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ও নারায়নগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি এড. অঞ্জন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড.নিম চন্দ্র ভৌমিক, উদ্বোধন করেন নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মনীন্দ্র কুমার নাথ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এড. তাপস কুমার পাল, নারায়নগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পুজা পরিষদের সভাপতি অরুন কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা।
আরও বক্তব্য রাখেন জেলা ঐক্য পরিষদের সদস্য সচিব রঞ্জিত মন্ডল, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই দে,জেলা কমিটির অন্যতম নেতা পিন্টু পলিকাপ পিউরিফিকেসন, রিচার্ড সৌরভ দেউরী, সদস্য অসিম বড়ুয়া, রূপগঞ্জ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত সরকার, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন সরকার, সোনারগাঁ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক সহদেব দাস শিশির, সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সহ সভাপতি রতন মন্ডল, সাধারণ সম্পাদক রাজীব তালুকদার, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি হরি সাহা, সহ সভাপতি নারায়ন বর্মন, সাধারণ সম্পাদক সুজন দাস, সাংগঠনিক সম্পাদক কার্তিক সুত্রধর, আড়াইহাজার উপেজলা ঐক্য পরিষদের সভাপতি হারাধন দে, সাধারণ সম্পাদক দুলাল রায়, সিদ্ধিরগঞ্জ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিজয় সরকার, জেলা কমিটির সদস্য নারায়ন দাস, পিন্টু রায়, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন,সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস,মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার,সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু প্রমুখ।
এদিকে নারায়নগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলনকে কেন্দ্র করে উৎসবে পরিণত হয় । সকাল থেকেই বিভিন্ন জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে জড়ো হতে থাকে । পরে সকাল দশটায় বিশাল লাল – সবুজের পতাকার বহরের মিছিল নিয়ে শহরের আনন্দ র্যালিতে বের করা হয় । র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।