নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ শহরে অবৈধভাবে দখলে রাখা ফুটপাত উচ্ছেদের প্রতিবাদে হকারদের আন্দোলনে নেই কোন সাড়া। তাদের আন্দোলনের মধ্যেই চলছে পুলিশ প্রসাশনের উচ্ছেদ অভিযান। মঙ্গলবার ৩রা জানুয়ারী দুপুর ১২টা থেকে ১টার মধ্যেই এই অভিযান সম্পন্ন হলেও বিকেল র্পযন্ত পুলিশের টহল লক্ষ করা যায়। উচ্ছেদ অভিযানটি নেতৃত্ব দেন সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) জয়নাল আবেদিন।
গত ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া হকার উচ্ছেদ অভিযান দশম দিনের মতো অব্যাহত আছে। হকার ইস্যুতে একই ব্যানারে আন্দোলন করছে আওয়ামীলীগ, সিপিবি, বাসদ ও গণসংহতি আন্দোলনের নেতারা। হকাররা ফুটপাতে পুনঃরায় বসতে চান। তবে হকারদের কোনরূপ ছাড় দিতে নারাজ আইন শৃঙ্খলা বাহিনী। জনগণের ফুটপাত দখলমুক্ত করতে অনড় তাঁরা। এই নিয়ে শহর হয়ে উঠেছে উত্তপ্ত।
অব্যাহত এ অভিযানে শহরের বঙ্গবন্ধু সড়ক, সলিমুল্লহ রোড ও মীর জুমলা সড়কের পর এবার হকার উচ্ছেদ হলো ভাষা সৈনিক সড়ক থেকে। উচ্ছেদের আওতায় পড়েছে শহীদ মিনারের পিছনের চা, সিগারেট সহ মিনি রেস্টুরেন্টগুলোও।
এরআগে হকাররা জেলা প্রসাশক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক ও নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি শমীম ওসমান সহ মেয়র আইভীর সাথেও আলোচনা করেন। কিন্তু সমাধানের পথের দেখা এখনও মিলেনি। তবে আন্দোলনকারী হকারদের সঙ্গে একাত্বতা পোষণ করেছেন বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। র্সবশেষে ৩ জানুয়ারী সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হকার নেত্রীবৃন্দের সাথে আলোচনা করে তাঁদের কাছে ভোটার আইডিসহ হকারদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছেন ।