নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক ) : কেন্দ্রীয় নেতাদের বাহবা এবং দৃষ্টান্ত দেখিয়ে সম্পন্ন হলো নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সোমবার ৩১ জুলাই বিকালে শহরের খানপুর হাসাপাতালের সামনে এ সম্মেলনকে ঘিরে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে আগত হয়। পুরো জেলাজুড়ে ছিল পোস্টার, ব্যানার, ফেস্টুন আর রং-বেরংয়ের পতাকায় যেন সাজসাজ রব। এদিকে নেতাকর্মীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহন এবং উদ্দিপনা দেখে কেন্দ্রীয় নেতারা মঞ্চে ঘোষণা দিয়ে বাহবা জানায়। তবে কমিটি ঘোষণা না হওয়ায় অনেকেই হতাশায়। যদিও নেতারা জানিয়েছেন, বিশৃঙ্খলা এড়াতে এবং যোগ্য নেতৃত্ব বাছাই করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও উদ্বোধক ছিলেন স্বেচ্ছাসেবক লীগের গাজী মেজবাউল হোসেন সাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল।
এদিকে সম্মেলনে অংশ নিতে বৃষ্টিতে ভিজেই দলীয় পতাকা হাতে নিয়ে ব্যানার, ফেস্টুনসহ নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিলসহকারে যোগদান করেন তুখর ছাত্র নেতা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন। এ সময় তিনি মঞ্চে থাকা কেন্দ্রীয় নেতাদের বাহবাও পেয়েছেন। সংসদ সদস্য শামীম ওসমানের ছবি সংবলিত রঙ্গিন টি-শার্ট আর বাদ্য বাজনায় মিছিলটি বর্ণিল আকার ধারণ করে। মিছিল থেকে বিএনপি-জামায়তের বিরুদ্ধে ও সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে তোলা হয়।
জানা গেছে, মহানগরের ১ থেকে ১৮নং ওয়ার্ড ও জেলার অনেক থানা সম্মেলন করেও কমিটি ঘোষণা হয়নি। এছাড়াও বির্তক বিহীন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের কমিটি চেয়েছেন কেন্দ্রীয় নেতারা। যার প্রেক্ষিতে ফেব্রুয়ারী থেকেই পৃথকভাবে ৫টি উপজেলা ও মহানগরের অধিনে ওয়ার্ড ও থানা কমিটিতে কয়েকজন সহ-সভাপতি নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। তাদের মাধ্যমে সম্মেলন হয়ে আংশিক কমিটি দেয়া হয়েছে। অনেকগুলো এখনো কমিটি দিতে পারেনি কোন্দল দ্বন্দ্বের আশংকায়।
কেন্দ্রীয় সভাপতি সাচ্চু ও সাধারণ সম্পাদক বাবুর দিক নির্দেশনায় স্বেচ্ছাসেবকলীগের ছয় মাস যাবৎ ওয়ার্ড কমিটি সম্মেলন নিয়ে কোন আপত্তি উঠাতে পারেনি কোন গ্রুপ। শুধু ১০ থেকে ১৮নং ওয়ার্ড কমিটি গঠনের আপত্তি তুলে বিদ্রোহী প্রকাশ করে ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের বিশস্ত কর্মী আলী হাসান সজীব। ১ মার্চ তিনি মতবিনিময় সভায় কোন ভাইকে খুশি করে কমিটি গঠন করা হলে পাল্টা কমিটি ঘোষণা দেন। এরপর কয়েকমাস সক্রিয় থাকলেও তিনি নিস্ক্রিয় হয়ে পড়েছেন।
ইতোমধ্যে তাদের বিদ্রোহ গ্রুপ থেকে প্রার্থীতা ঘোষনা আসতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদ্রোহী নেতাকর্মীরা জেলা সাধারণ সম্পাদক পদে গোলাম কিবরিয়া খোকন ও মহানগর সাধারণ সম্পাদক পদে কায়কোবাদ রুবেলকে সমর্থন জানিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। অপরদিকে কেন্দ্রীয় নেতাদের চোখে পরিক্ষিত, যোগ্য, শিক্ষিত, সাবেক ছাত্রলীগ নেতাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে আশায় অনেকে প্রত্যাশা হয়ে প্রার্থী হচ্ছেন।
আরও জানা যায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে দুইজন শক্ত প্রার্থী হচ্ছে ছগীর আহাম্মেদ ও মোস্তাফিজুর রহমান মাসুম। তারা দুইজনই এমপি শামীম ওসমানের অনুসারী। ছগীর আহাম্মেদ ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন ও বতর্মানে তিনি সোনারগাঁ থানা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। অন্যদিকে মোস্তাফিজুর রহমান মাসুম বর্তমানে সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।
একটি সূত্রে জানা গেছে, ছগীর আহাম্মেদকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের একাধিক শীর্ষ নেতাদের পছন্দের কারণে এমপি শামীম ওসমান তাকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে মোস্তাফিজুর রহমান মাসুম আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমার দীপুর আর্শিবাদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকে ম্যানেজ করে এগুচ্ছে। সাধারণ সম্পাদক পদে আলোচনা শীর্ষে রয়েছেন মেয়র আইভীর বিশস্ত কর্মী জামির হোসেন রনি। তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকন।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বর্তমানে প্রার্থী হয়ে আছেন সদ্য বিদায়ী সভাপতি জুয়েল হোসেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে এতোদিন কাউকে না দেখা গেলেও। নতুন করে সম্মেলনে প্রার্থী হাজির হয়েছেন। আর শক্ত সাধারণ সম্পাদক পদে আলোচনায় শীর্ষে রয়েছেন জেলা যুবলীগের তথ্য ও গবেষনা বিয়ষক সম্পাদক তাহের উদ্দিন আহম্মেদ সানি। শিক্ষিত ভদ্র ও সক্রিয় এই নেতাকে সমর্থন দিয়েছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সানির প্রতিদ্বন্দ্বি হয়ে প্রার্থী হচ্ছেন সদ্য বিদায়ী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দুলাল প্রধান।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন চলাকালে জেলা ও মহানগর শাখার সহ সকল ইউনিটের স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়। সেই সময় সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পক্ষে মাঠে না থাকা অভিযোগে এই বিলুপ্ত ঘোষণা দেয়। ওই থেকে প্রায় দেড় বছর পর এ সম্মেলনের মাধ্যমে কমিটির জন্য আশা বেধে ছিল নেতারা।