নারায়ণগঞ্জে স্কুল ব্যাগে মিললো বিয়ার, গ্রেফতার কিশোর নাহিদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : অভিনব কায়দায় স্কুল ব্যাগে করে বিয়ার রেখে সরবরাহকালে আট ক্যান বিয়ার সহ নাহিদ (১৪) নামক এক কিশোর কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাহিদ ফতুল্লা মডেল থানার মুসলিম নগর এতিমখানার  মজিবর রহমানের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ই জুলাই মঙ্গলবার রাতে তাকে মুসলিমনগর এতিমখানা এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে এ সময় পুলিশ উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মূল হোতা একই এলকার ফারুক শেখ এর পুত্র লাদেন (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এস.এম. শামীম সঙ্গীয় ফোর্স সহ থানার মুসলিম নগর এতিমখানা রোডস্থ ফরিদ শেখ এর বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে নাহিদ নামক এক কিশোর কে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় মূল হোতা লাদেন। আটককৃত নাহিদের সাথে থাকার একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর থেকে পুলিশ বেলজিয়ামের তৈরি  আট ক্যান বিয়ার (ব্ল্যাক হিল) উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে  মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মাদক মামলা হয়েছে বলে জানা যায়।

add-content

আরও খবর

পঠিত