নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে দেওভোগের আলোচিত সুব্রত মন্ডল জয় হত্যা মামলায় ৩ আসামীকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ১৮ জুলাই সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামসুর রহমানের আদালতে পুলিশ আসামীদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ডকৃত আসামীরা হলো : পশ্চিম দেওভোগ এলাকার সাদরুল আলম ভূইয়া খোকনের (ড্রাইভার খোকন) ছেলে সায়েম ওরফে ইয়াবা সায়েম (৩০) ও সাজিদ ভূইয়া (৩৬) এবং একই এলাকার নাছির উদ্দিনের ছেলে নাঈম উদ্দিন বাবু (৩৫)।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, দেওভোগ এলাকায় কিশোর গ্যাং কর্তৃক সুব্রত মন্ডলকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ ৩ আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে মহামান্য আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামসুর রহমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করে।
এর আগে গত ১৩ ও ১৪ জুলাই পৃথকভাবে আসামীরা আত্মসমর্পন করে আদালতে জামিনের আবেদন করলে শুনানী শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে মামলার বাদি ও নিহতের বোন সম্পা মন্ডল বলেন, আমরা এখনও পুলিশের প্রতি আস্থাশীল। আমরা চাই তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের ভাই সুব্রত হত্যাকান্ডের আসল রহস্য বের করে আনুক। কেন এবং কি কারণে আমার ভাইকে হত্যা করা হলো, আমরা সেটা জানতে চাই। পাশাপাশি আমার ভাইকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
উল্লেখ্য, গত ১৫ মে রাতে সুব্রত মন্ডলকে তার দেওভোগ জিউস পুকুরপাড় এলাকার বাসা থেকে ফোনে ডেকে নিয়ে শনি মন্দির এলাকায় পশ্চিম দেওভোগ ইউসূফ মিয়ার বাড়ীর সামনের রাস্তায় ফেলে ১৫ থেকে ২০ জন তার উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে একদল কিশোর গ্যাং। এক পর্যায়ে মৃত ভেবে তাকে বাড়ির সামনে ফেলে যায় সন্ত্রাসীরা। এরপর ৭ দিন পর অর্থ্যাৎ ২২ মে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিনই নিহত সুব্রত মন্ডলের বোন সম্পা মন্ডল বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ সহ ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।