নারায়ণগঞ্জে সাংবাদিকদের নিয়ে সরকারী ক্রয় ও ইজি‌পি বিষয়ক কর্মশালা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শেখ হা‌সিনার উপহার ইলেকট্রনিক টেন্ডার, এ স্লোগন‌কে সাম‌নে রে‌খে সাংবা‌দিক‌দের নি‌য়ে সরকারী ক্রয় ও ইজি‌পি বিষয়ক ও‌রি‌য়েন্টশন প্রোগ্রাম অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাস‌কের সম্মেলন ক‌ক্ষে এ আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হা‌ফিজের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, আইএম‌ডি সি‌পি‌টিউ প‌রিচালক মাহফুজুর রহমান।

এছাড়াও বি‌সি‌সি‌পি প্রোগ্রাম ম‌্যা‌নেজার আব্দুস সালা‌মের সঞ্চালনায় শু‌ভেচ্ছা বক্তব‌্য রা‌খেন ‌বি‌সি‌সি‌পির মি‌ডিয়‌া স্পেশা‌লিস্ট গোলাম শাহনী ও টেক‌নোলজী প্রধান আন্দা‌লিব হকসহ ইলেকট্রনিক, প্রিন্টসহ সাংবা‌দিক নেতারা।

add-content

আরও খবর

পঠিত