নারায়ণগঞ্জে সর্বনিম্ন নতুন শনাক্ত ৫ জন, নেই মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা ৭ জন। গত ২৪ ঘন্টায় কোন মৃত্যু নেই । এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১২৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮২৫ জন। জেলায় আক্রান্তের অধিকাংশ সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়ে ফিরেছেন ৫ হাজার ৪১৮ জন। ২৭ জুলাই সোমবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রে আরো জানায়, জেলায় এই পর্যন্ত মোট ৩১ হাজার ২০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে বন্দর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছে আরও নারায়ণগঞ্জ সিটি এলাকায় ৪ জন। তবে গত ২৪ ঘন্টায়  আড়াইহাজার, রুপগঞ্জ  নারায়ণগঞ্জ সদর,  ও সোনারগাঁ উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত সনাক্ত হয়নি।

এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৭, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩, সোনারগাঁও উপজেলায় ১৮ জন। পুরো জেলায় ১২৫ জন।

add-content

আরও খবর

পঠিত