নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : নারায়ণগঞ্জ কর অঞ্চল ২০১৭-১৮ বছরে ৪টি ক্যাটাগরিতে সম্মাননা পেলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান পত্নি নাসরিন ওসমান সহ ২১ জন সেরা করদাতা। সোমবার (১২ নভেম্বর) সকালে ফতুল্লা সস্তাপুরস্থ আমন্ত্রণ কনভেনশন সেন্টারে কর কমিশনার রনজীত কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম ওসমান, বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. রাব্বি মিয়া, পুলিশ সুপার আনিসুর রহমান।
এসময় মুন্সিগঞ্জ জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে সম্মানা ও সনদ গ্রহন করেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. নজরূল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এফবিসিসিআইএর সভাপতি প্রবীর সাহা, হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, বিকেএমইএ’র জিএম ফারুক সহ অন্যান্য করদাতা, ব্যবসায়ী ও সরকারী কর্মকতাগন।

এসময় জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, যদিও আমরা ইসলামে অনুসারী তবে ইচ্ছা হয় যদি আবারো আমার জন্ম হতো, আমি ব্যবসা করে দেশের ১ নম্বর আয়কর দাতা হবার চেষ্টা করতাম। একজন ভিক্ষুকও দেশের উন্নয়নে কর দিচ্ছে। তাদের টাকায় আমাদের বেতন হয়। তাই সরকারি কর্মকতাদের কাজে জবাবদিহিতা থাকতে হবে। দেশকে উন্নত দেশে পরিনত করতে হলে কর দেওয়া ব্যতীত কোন বিকল্প নেই।

পুলিশ সুপার মো: আনিসুর রহমান পিপিএম, বিপিএম (বার) বলেন, যারা সেরা করদাতা হচ্ছে সরকারি সকল দপ্তরে আলাদাভাবে বিশেষ প্রায়োরিটির ব্যবস্থা করতে হবে। উন্নয়ন শীল দেশের জন্য আপনাদের বিশেষ ভূমিকা রয়েছে। করদাতা দের বিশেষভাবে মূল্যায়ন করতে হবে। পুলিশ বিভাগসহ সব জায়গায় তারা প্রথম প্রায়োরিটি পাবেন।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল বলেন, দেশের চালিকা শক্তি হলো আয়কর। এজন্য দেশের উন্নয়নে কর প্রদান করতে হবে। সেখানে করদাতাদের সম্মাননা করার মাধ্যমে তাদের আরো উৎসাহী করে তোলা হচ্ছে।