নারায়ণগঞ্জে র‌্যাবের হাতে গ্রেফতার হলো ২ পরিবহন চাঁদাবাজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে পরিবহনে চাঁদাবাজি করার সময় মো. কামাল হোসেন (৪২) ও মো. রাকিব হোসেন (২০) নামে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার করেছে র‌্যাব-১১। আজ ৩ই জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে চাঁদাবাজির ১ হাজার ৪ শত ৮০ টাকা উদ্ধার র‌্যাব-১১ এর সদস্যরা।

আজ ৩ই জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ৫ টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর এএসপি মো. সম্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ৫০ টাকা থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এরই সুত্র ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজি করার সময় মো. কামাল হোসেন (৪২) ও মো. রাকিব হোসেন (২০) নামে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার করা হয়। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত