নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে সিএনজি চালকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার অপরাধে তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২৭শে ফেব্রুয়ারি রবিবার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা এলাকায় সিএনজি স্ট্যান্ডে এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় সিএনজি স্ট্যান্ডে অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো : মো. মিন্টু (৩০), মো. মোমেন (৩২) এবং মো. সাজ্জাদ হোসেন (২৪)। অভিযানে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৩টি মোবাইল এবং চাঁদাবাজির নগদ সর্বমোট ৭ হাজার ৪ শত ৯০ টাকা উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামী মো. মিন্টু শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বুদেরহাট এলাকার মৃত মো. আলী হোসেন এর ছেলে, মো. মোমেন চাঁদপুর জেলার হাইমচর থানাধীন লক্ষীপুর এলাকার মৃত আ: গফুর এর ছেলে। তারা উভয়ই নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ভ‚ইঘর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল এবং অপর আসামী মো. সাজ্জাদ হোসেন ফতুল্লা থানার কানাইনগর এলাকার মো. নাসির খানের ছেলে।
২৮শে ফেব্রুয়ারি সোমবার নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা এলাকায় সিএনজি স্ট্যান্ডে এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় সিএনজি স্ট্যান্ডে সিএনজি চালকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধ চাঁদা আদায় করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের অত্যাচারে সিএনজি চালকেরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।