নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮ জন কিশোর গ্যাং এর সক্রিয় সদস্যদের গ্রেফতার করেছে র্যাব-১১ দল। আজ ২৭ই মে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী ও মৌচাক এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত কিশোর গ্যাং এর কাছ থেকে চাপাতি ১টি, চাকু ২টি, লোহার রড ১টি ও বৈদ্যুতিক মোট তার ১টি উদ্ধার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলো : মো. উজ্জ্বল হোসেন (১৯), মো. রনি (১৯), মো. ইমন হোসেন (১৮), মো. কালাম হোসেন (১৯), মো. আলমগীর হোসেন ও মো. আলমগীর হোসেন (১৯)। তাদের মধ্যে ৩ জন্য শিশু (অপ্রাপ্ত বয়স্ক) হয়ার কারণে তাদের ছবি ও নাম প্রকাশ করা হয়নি।
২৭ই মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর সিনিয়র এএসপি প্রণব কুমার এক সংবাদ প্রেরিক বার্তায় জানান, গ্রেফতারকৃত কিশোর গ্যাং এর সদস্যরা নিয়মিতভাবে সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের প্রত্যেকে কিশোর গ্যাং এর সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলো বলে জানা যায়। তারা পরস্পর যোগাসাজশে সাধারণ জনগনের সাথে থাকা ব্যাগ, মোবাইল ফোন, মহিলাদের ভ্যানিটি ব্যাগ চাকু বা ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নেয়। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।