নারায়ণগঞ্জে রেললাইনের নাট-বল্টু খোলার সময় জামাল আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : নারায়ণগঞ্জে রেললাইনে থাকা নাট-বল্টু খোলার চেষ্টাকালে একজন আটক হয়েছে। তার নাম মো. জামাল হোসেন। রবিবার (১২ নভেম্বর) সকালে গলাচিপা এলাকা সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

স্খানীয়রা জানিয়েছে, সকাল সাড়ে ১১টায় রেললাইনের পাতের উপরে বসে  নাট খুলতে দেখে আনসারের সদস্য মিরাজুন্নবী ও আনোয়ার হোসেন। তখন তারা টহলরত ছিলেন। পরে তারা সন্দেহজনকভাবে তাকে আটক করতে সক্ষম হয়। আটক করার পর আশেপাশের অনেক লোক ও কাপড় ব্যবসায়ী সহ স্থানীয়রা  জড়ো হন।

পরে এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তার বর্তমান ঠিকানা গলাচিপা ডিএন্ড রোড, পিতা: মৃত আব্দুর রহমান, মাতা: মৃত: মমতাজ বেগম।তিনি দীর্ঘদিন এই কাজ করে আসছেন। এই  কাজে যা টাকা হয় তা দিয়ে মাদক সেবন করেন। প্রকৃতপক্ষে সে একজন মাদকসেবী।

এ বিষয়ে কথা হলে আনসার ভিডিপি সদস্য মিরাজুন্নবী জানান, আমরা তাকে তল্লাসি করেছি। এছাড়াও স্থানীয়দের কাছে খোঁজ নিয়েছি। তার রাজনৈতিকভাবে কোনো সম্পৃক্ততা নাই। তবে মাদকসেবনের জন্য সে এধরণের কাজ করে থাকে। তাই জামালকে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফারিতে হস্তাতন্ত করা হয়েছে। পাশাপাশি আমরা প্রতিনিয়ত টহল দিচ্ছি যাতে করে অবরোধকে ঘিরে কোন রেললাইনের কোন ক্ষতির চেষ্টা না করা হয়। যার ফলে সাধারণ মানুষ দূর্ঘটনার শিকার গতে হয়। সে ব্যপারে আমরা সোচ্চার রয়েছি।

add-content

আরও খবর

পঠিত