নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় পাওনা টাকা লেনদেন কে কেন্দ্র করে মাসুদ (২৫) নামে এক যুবক কে কুপিয়ে হত্যা করার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে নিহতে বাবা রফিকুল ইসলাম।
জানা যায়, টাকা-পয়সা লেনদেন কে কেন্দ্র করে ২৪ই জুলাই শনিবার দুপুর ১২টার দিকে নিহত মাসুদের ছোট ভাই শাওনের সাথে আটকৃত সোহেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাওন ও সোহেল গ্রুপের মাঝে মারামারি শুরু হয়। এ সময় নিহত মাসুদ ছোট ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে আটককৃত সোহেল ও তার সহযোগিদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয় নিহত মাসুদ। এরপর মাসুদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মাসুদকে মৃত ঘোষণা করে। অপরদিকে স্থানীয় এলাকাবাসী একটি সুইচ গিয়ার সহ সোহেল কে আটক করে পুলিশে সোপর্দ করে।
মামলায় উল্লেখ্য করা হয় যে, ২৪ই জুলাই শনিবার দুপরে পাগলা নয়ামাটি শাহী মহল্লার আইয়ুব আলীর পুত্র গ্রেফতারকৃত সোহেল (২২) একই এলাকার মো. ইদ্রিসের পুত্র রনি (২৩), সেলিম কসাইয়ের পুত্র সাওন (২১), স্বপনের পুত্র ইমরান (২১), খেতাবের পুত্র মাসুম (২৫), ওলি সরদারের পুত্র রাজু (২৫), মৃত খালেক সরদারের পুত্র মো. আক্তার (২৭), খলিল ড্রাইভারের পুত্র বাবু (২৪), মৃত বাহার উদ্দিনের পুত্র আকাশ (২৭) সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন সন্ত্রাসী লাবনী জুস কারখানার সামনে তার ছোট ছেলেকে একা পেয়ে টাকা দাবী করে মারধর করতে থাকে।
এ সময় কোন- কার্টন ব্যবসায়ী তার বড় ছেলে মাসুদ ঘটনা দেখতে পেয়ে ছোট ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা মাসুদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় বাসীর সহায়তায় মাসুদ কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মাসুদ কে মৃত ঘোষণা করে।
নির্ভরযোগ্য একটি সূত্র মতে, নিহত মাসুদের ছোট ভাই শাওন ও ঘাতক সোহেল দুই জন বন্ধু ছিলো। গত দেড় মাস পূর্বে নিহত মাসুদের ছোট ভাই শাওন ঘাতক সোহেলের নিকট থেকে তিন হাজার টাকা ধার নেয়। সেই টাকা চাইতে গেলে ঈদের আগের রাতে সোহেল কে চর-থাপ্পড় মেরে তাড়িয়ে দেয় নিহত মাসুদ। এ ঘটনার জের ধরেই শনিবার দুপুরে পূর্ব পরিকল্পিত ভাবে সোহেল ও তার সহযোগিরা এ হত্যাকান্ডের জন্ম দেয়। তবে অপর একটি সূত্রের দাবী মাদক বেচাকেনার তিন হাজার টাকা লেনদেন কে কেন্দ্র করেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, টাকা-পয়সা লেনদেন কে কেন্দ্র করে শনিবার দুপুরে সোহেল ও তার সহযোগিরা কুপিয়ে মাসুদ কে হত্যা করে। নিহতের বাবা বাদী হয়ে শনিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার পরপর মামলার এজাহারভুক্ত প্রধান আসামী সোহেল কে একটি সুইচ গিয়ার সহ গ্রেফতার করে পুলিশ। জড়িত অপর সকল আসামীদের কে গ্রেফতার অভিযান অব্যাহ্যত রয়েছে বলে তিনি জানান।