নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ১০৬ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।তবে মৃত্যুর সংবাদ নেই।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩১৫৩ জন।এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ৮৫ জনের। আর মোট সুস্থ হয়েছেন ৮১৩ জন। আইসোলেশনে আছেন ৯২৯ জন।বুধবার (৩ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
সূত্র জানায়, এই পর্যন্ত জেলায় মোট ১৪০৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৫৭ জনের। এছাড়াও সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৫৩ জন ও আক্রান্ত ১২৩৮ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত ৯৩১। বন্দর উপজেলার ৫ টি ইউনিয়নে আক্রান্তের সংখ্যা ৯৩ ও মারা গেছেন ২ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ২২৯ ও মারা গেছেন ২ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ২২৮ ও মারা গেছেন ৮ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ২ জন ও ৪৩৪ জন আক্রান্ত।